সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী সীমানা ও আয়তন
১। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের কয়টি রাজ্য?
উত্তরঃ ৫টি রাজ্য (পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম)।
২।বাংলাদেশের মোট (ভারত ও মিয়ানমার) সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩২টি।
৩।ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি ?
উত্তরঃ ৩০টি।
৪। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
উত্তরঃ ৩টি (রাঙ্গামাটি, কক্সবাজার ও বান্দরবান।)
৫।বাংলাদেশের ভারত ও মিয়ানমারকে স্পর্শ করেছে কোন জেলা?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা।
৬।বাংলাদেশের উত্তরে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয়।
৭। বাংলাদেশের পূর্বে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ আসাম ত্রিপুরা ও মিজোরাম।
৮। বাংলাদেশের পূর্বের সীমানা কি?
উত্তরঃ আসাম ত্রিপুরা মিজোরাম ও মায়ানমার।
৯। বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন প্রদেশ অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
১০। বাংলাদেশের দক্ষিণের সীমানা কি?
উত্তরঃ বঙ্গোপসাগর।
১১।বাংলাদেশের দক্ষিণে ভারতের কোন প্রদেশ রয়েছে?
উত্তরঃ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ।
১২। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৬মে ১৯৭৪ সালে।
১৩। বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তিতে কে কে স্বাক্ষর করেন?
উত্তরঃ শেখ মুজিব-ইন্দিরা গান্ধী।
১৪। বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তিতে কি উল্লেখ ছিলঃ
উত্তরঃ বাংলাদেশ ভারতকে বেডুবাড়ি হস্তান্তর করবে এবং বিনিময়ে বাংলাদেশ পাবে তিন বিঘা করিডোর।
১৫। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত চুক্তি পাস হয়?
উত্তর ১৯৭৪ সালের তৃতীয় সংশোধনীর মাধ্যমে।
১৬। বাংলাদেশ জাতীয় সংসদে স্থল সীমান্ত চুক্তি পাস হয় কবে?
উত্তরঃ ২৩ নভেম্বর ১৯৭৪ সালে।
১৭। বাংলাদেশ ভারতের অনিমাংসিত এলাকা কোথায় অবস্থিত?
উত্তরঃ মুহুরীর চর ফেনী।
১৮। বাংলাদেশ ভারতের অমীমাংসিত সীমান্ত কত কিলোমিটার?
উত্তরঃ ২ কিলোমিটার।
১৯। বাংলাদেশের মোট স্থল সীমা কত?
উত্তরঃ ৪,৪২৭ কিলোমিটার।
২০।বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
উত্তরঃ ১২ নটিক্যাল মাইল।
২১। বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল?
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল বা ৩৬৭ কিলোমিটার।
২২। বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কা বাধের দূরত্ব কত?
উত্তরঃ ১৬.৫ কিলোমিটার বা ১১ মাইল।
২৩। এক নটিক্যাল মাইল কত কিলোমিটার?
উত্তরঃ ১.৮৫৩ কিলোমিটার।
২৪। ভারতের ভেতরে বাংলাদেশের কতটি ছিট মহল রয়েছে/
উত্তরঃ ৫১ ছিটমহল।
২৫।বাংলাদেশের ভেতরে ভারতের কতটি ছিটমহল রয়েছে
উত্তরঃ ১১১টি ছিটমহল।
২৬। ভারতের অধিকাংশ ছিটমহল বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট (৫৯টি)।
২৭। ভারতের ছিট মহল গুলো বাংলাদেশের কোন জেলায় অবস্থিত ছিল/?
উত্তর: লালমনিরহাট (৫৯ টি) পঞ্চগড়(৩৬টি) টি কুড়িগ্রাম (১২টি) ও নীলফামারী (৪টি)।
২৮। দহগ্রাম আঙ্গরপোতা ছিট মহল বাংলাদেশের কোন জেলায় ও থানায় অবস্থিত?
উত্তরঃ লালমনিরহাট জেলা ও পাটগ্রাম থানা।
২৯। দহগ্রাম ছিটমহলের আয়তন কত?
উত্তরঃ ৩৫ বর্গমাইল।
৩০। বেডু বাড়ি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ পঞ্চগড় জেলায়।
৩১। দহগ্রাম ও আঙ্গরপোতা ছিট মহলের সাথে যোগাযোগের জন্য কত বিঘা করিডোর ব্যবহার করা হয়?
উত্তরঃ ৩ বিঘা করিডোর।
৩২। ভারত কবে বাংলাদেশের জন্য তিন বিঘা করিডোর খুলে দেয়?
উত্তরঃ ২৬ জুন, ১৯৯২ সালে।
৩৩। ভারত কবে বহুল প্রতীক্ষিত তিনবিঘা করিডোর পূর্ণাঙ্গভাবে বা ২৪ ঘন্টার জন্য বাংলাদেশের জন্য খুলে দেয়?
উত্তরঃ ৮ সেপ্টেম্বর ২০২১১ সালে।
৩২। তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ তিস্তা নদীর তীরে।