সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী জাতীয় ও বিশেষ বিষয়াবলী
০১। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম – লাল রংয়ের বৃত্তের মাঝে হলুদ রংয়ের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরের দিকে লেখা আছে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ নিচে লেখা ‘সরকার’এবং বৃত্তের পাশে দুটি করে মোট চারটি তারকা।
০২। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার – এম এন সাহা।
০৩। বাংলাদেশের জাতীয় প্রতীক উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান শাপলা ফুল, তার মাথায় পার্ট গাছের পরস্পর সংযুক্ত তিনটি পাতা এবং উভয় পাশে দুটি করে মোট চারটি তারকা।
০৪। বাংলাদেশের জাতীয় প্রতীকের রুপকার – কামরুল হাসান।
০৫। বাংলাদেশের জাতীয় সংগীতের গীতিকার ও সুরকার – রবীন্দ্রনাথ ঠাকুর।
০৬। জাতীয় সংগীতটি রবীন্দ্রনাথ ঠাকুরের -স্বরবিতান কাব্য (গীতবিতান কাব্যগ্রন্থ) থেকে সংকলিত ।
০৭। জাতীয় সংগীত হিসেবে গ্রহন করা হয় – ২৫ চরণ বিশিষ্ট কবিতার প্রথম ১০ চরণ তবে যে কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রথম চার চরণ বাজানো হয়।
০৮। বাংলাদেশের রণ সংগীতের রচয়িতা – কাজী নজরুল ইসলাম
০৯। বাংলাদেশের জাতীয় পতাকার রং – গাঢ় সবুজের মাঝে লাল বৃত্ত
১০। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত – ১০ : ৬ বা ৫ : ৩।
১১। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন – ২ মার্চ, ১৯৭১ (আ.স.ম. আব্দুর রব)।
১২। জাতীয় পতাকার ডিজাইনার – কামরুল হাসান।